• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

দূর পাল্লার বাস ভাড়া কমলেও খুশি নন যাত্রীরা


সুফিয়ান ফারাবী সেপ্টেম্বর ৭, ২০২২, ০৪:০৪ পিএম
দূর পাল্লার বাস ভাড়া কমলেও খুশি নন যাত্রীরা

ফাইল ছবি

ঢাকা : প্রতি কিলোমিটারে ৫ পয়সা করে গণপরিবহনের ভাড়া কমানোর সিদ্ধান্ত আন্তঃনগরে আলোর মুখ না দেখলেও ভাড়ার অংক কিছু কমেছে দূর পাল্লার বাসে। কিলোমিটার হিসেবে সবমিলিয়ে ১০ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত কম ভাড়ায় যাত্রী পরিবহন করছে দূর পাল্লার যানবাহনগুলো। 

রোববার (৪ সেপ্টেম্বর) রাজধানীর গাবতলীর বাস টার্মিনাল ঘুরে দেখা যায় আগের চেয়ে কিছুটা কম ভাড়া নিচ্ছে পরিবহনগুলো। হানিফ, শ্যামলী, দেশ ট্রাভেলসসহ অধিকাংশ কাউন্টার ঘুরে একই চিত্র দেখা গেছে। 

দেশ ট্রাভেলসের গাবতলী কাউন্টারের ম্যানেজার সোনালীনিউজকে বলেন, তেলের দাম কমানোর পর আমরা ভাড়া কমিয়ে দিয়েছি। আমাদের মালিকদের পক্ষ থেকে এমন নির্দেশনা এসেছে। ১০ টাকা থেকে শুরু ৫০ টাকা পর্যন্ত কমানো হয়েছে টিকিটের দাম। 

এদিকে প্রতি লিটারে ৫ টাকা করে জ্বালানী তেলের দাম কমার পর কিলোমিটার প্রতি ৫ পয়সা ভাড়া কমানোর এই সিদ্ধান্ত নিয়ে যাত্রীদের মাঝে দেখা দিয়েছে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া। কেউ কেউ বিষয়টি নিয়ে হাস্যরসে মেতে উঠেছেন। বলছেন, ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত ভাড়া বাড়িয়ে ১০ টাকা থেকে ৫০ টাকা কমানো হাস্যকর বিষয়। এত অল্প পরিমাণে ভাড়া কমানোয় আমরা তেমন লাভবান নই। 

বিলকিস নামক এক যাত্রী বলেন, আগে খুলনা যেতাম ৪৫০-৫০০ টাকা ভাড়া দিয়ে। এখন যেতে হচ্ছে ৭০০ টাকায়। এত টাকা ভাড়ার বোঝা সহ্য করা কঠিন। আমরা খুশি হব যদি পূর্বের দামে যাতায়াত করতে পারি।

এদিকে অর্থনৈতিক মন্দার প্রভাবে টার্মিনালগুলোতে যাত্রীর দেখা মিলছে না। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, গত ৬ আগস্ট থেকে এক লাফে বাসের ভাড়া প্রায় দীগুন হয়ে যাওয়া ও ক্রয়-ক্ষমতা কমে আসায় মানুষের মাঝে যাতায়াতের আগ্রহ কমেছে। যার ফলে আসন ফাঁকা রেখেই যাত্রা করতে হচ্ছে কোচ চালকদের।‌

দিগন্ত পরিবহনের কোচ চালক জহিরুল ইসলাম সোনালীনিউজকে জানান, আগে আমরা পুরা গাড়ি যাত্রী ভইরা নিয়া যাইতাম। সব সিটে যাত্রী থাকতো। এখন অর্ধেক গাড়িও যাত্রী পাইনা। মালিকগো অবস্থা খুবই খারাপ। আমগো রোজগার ঠিকঠাক মতো পাই না। 

বৈশ্বিক অর্থনীতির প্রেক্ষাপটে অর্থনীতিবিদরা নানা সঙ্কা ও সম্ভাবনার কথা জানালেও সাধারণ মানুষের প্রশ্ন কবে স্বস্তি ফিরবে বাজারে, কবে কমবে জালালি তেলের দাম? 

সোনালীনিউজ/এসএফ/এমএএইচ

Wordbridge School
Link copied!