• ঢাকা
  • বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১

রেমিট্যান্স বাড়ার হিরো হচ্ছেন প্রবাসীরা


নিজস্ব প্রতিনিধি সেপ্টেম্বর ১৩, ২০২২, ০১:৫৯ পিএম
রেমিট্যান্স বাড়ার হিরো হচ্ছেন প্রবাসীরা

ফাইল ছবি

ঢাকা : রেমিট্যান্স বাড়ায় অর্থনৈতিক চাপ কমে স্বস্তি বেড়েছে। অর্থনৈতিক অবস্থা চাঙ্গা রাখা প্রবাসীদের হিরো বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। 

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান।

এদিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষের সঙ্গে যুক্ত হয়ে একনেক বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। অন্যদিকে এনইসি সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন। 

পরিকল্পনামন্ত্রী বলেন, রেমিট্যান্স প্রবাহ বাড়ায় স্বস্তি বেড়েছে। এই কৃতিত্বের হিরো হচ্ছেন প্রবাসীরা। মূল্যস্ফীতির মূল কারণ জ্বালানি তেলের দাম বৃদ্ধি। বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমায় দেশের বাজারেও আরও সমন্বয়ের ইঙ্গিত দেন তিনি। অক্টোবরের পর থেকে ধারাবাহিকভাবে মূল্যস্ফীতি কমার প্রত্যাশা ব্যক্ত করেন মন্ত্রী।

এম এ মান্নান বলেন, কৃচ্ছতা সাধনে প্রধানমন্ত্রীর দ্রুত ও সময়োপযোগী সিদ্ধান্তের কারণে ডলারের ওপর চাপ কমেছে। এছাড়া একনেক সভায় প্রকল্প বাস্তবায়নের কাজ দ্রুত করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে সরকারি হাসপাতালে যন্ত্রপাতি কেনার আগে জনবলকে প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ দিয়েছেন সরকার প্রধান।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!