• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১
মার্কিন সহকারী সচিব

রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাষ্ট্র তৎপর


উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি ডিসেম্বর ৫, ২০২২, ০৭:২৪ পিএম
রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাষ্ট্র তৎপর

কক্সবাজার : রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাষ্ট্র তৎপর রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন ব্যুরোর সহকারী সচিব জুলিয়েটা ভালস নোয়েস।

সোমবার (৫ ডিসেম্বর) সকালে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছায় নোয়েসের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল।নোয়েস ক্যাম্প প্রশাসনসহ বিভিন্ন দেশীয়-আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন। 

এ সময় তিনি রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেন। 

মতবিনিময়কালে নোয়েস বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে তৎপরতা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের অবস্থার উন্নতি এবং তাদের অধিকারের অগ্রগতির জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে মার্কিন অংশীদাররা।

পরে বালুখালী ৮-ইস্ট ক্যাম্পের ওয়াচ টাউয়ারে রোহিঙ্গা ক্যাম্প পর্যবেক্ষণ শেষে ক্যাম্প এলাকা ত্যাগ করে প্রতিনিধিদলটি।

মার্কিন সহকারী সচিবের বেসরকারি ও আন্তর্জাতিক সহযোগি সংগঠনগুলোতে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। 

বুধবার (৭ ডিসেম্বর) মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডের উদ্দেশ্য বাংলাদেশ ত্যাগ করবেন। জুলিয়েটা ভালস নোয়েস ২০২২ সালের ৩১ মার্চ মার্কিন পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!