• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

গণপরিবহন সংকট, চরম দুর্ভোগে যাত্রীরা


নিজস্ব প্রতিবেদক  ডিসেম্বর ১০, ২০২২, ০৯:৪৫ এএম
গণপরিবহন সংকট, চরম দুর্ভোগে যাত্রীরা

ঢাকা: বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর পুরান ঢাকা এলাকায় গণপরিবহন সংকট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। গণপরিবহন না পেয়ে পায়ে হেটে ও রিকশায় গন্তব্যে যাচ্ছেন অনেকে।

সরেজমিনে রাজধানীর সদরঘাট ও গুলিস্তান রুটে কোনো গণপরিবহন দেখা যায়নি। মোড়ে মোড়ে যাত্রীদের গণপরিবহণের অপেক্ষায় থাকতে দেখা গেছে। অনেকে বাধ্য হয়ে হেটে, রিকশায় ও মোটরসাইকেলে বেশি ভাড়ায় গন্তব্যে যাচ্ছেন।

মহিউদ্দিন নামের এক ব্যক্তি জানান, তিনি সাভার যাবেন। গণপরিবহন না থাকায় যেতে পারেননি। এখন তিনি বিকল্প উপায়ে সাভারে যাবেন।

যাত্রী সেলিম খান বলেন, ‘রাস্তায় গাড়ি চলছে না। বিপদ তো আমাদের। এখন বাধ্য হয়ে রিকশায় যেতে হচ্ছে।’

এর আগে গতকাল শুক্রবার গণসমাবেশ আয়োজনের পুলিশি অনুমতি পাওয়ার পরই ভেন্যুতে আসতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার বিকেল থেকেই দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী গোলাপবাগ মাঠে জড়ো হতে থাকেন।

রাত যত হয়েছে মাঠে বিএনপি নেতাকর্মীদের আনাগোনাও বেড়েছে তাল মিলিয়ে। ওই সময় মাঠের ভেতর ও সড়কে খণ্ড খণ্ড হয়ে মিছিল করতে থাকেন নেতাকর্মীরা। বিএনপি নেতাকর্মীদের ভিড়ে মাঠের পাশের সড়কগুলোতে যানজট সৃষ্টি হয়।

দ্রব্যমূল্য, তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ এবং খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিএনপি সারা দেশে গণসমাবেশ শুরু করে। এরই ধারাবাহিকতায় শনিবার ঢাকায় গণসমাবেশ করার সিদ্ধান্ত নেয় বিএনপি। দলটি নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের জন্য পুলিশের কাছে অনুমতি চায়। তবে পুলিশ নয়াপল্টনে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়নি।

এ নিয়ে প্রায় দুই সপ্তাহের উত্তেজনার পর গতকাল বিকেলে গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি পায় দলটি। এরপর থেকেই সেখানে সমবেত হতে শুরু করেছেন নেতাকর্মীরা।

সোনালীনিউজ/এম

Wordbridge School
Link copied!