• ঢাকা
  • সোমবার, ০৮ জুলাই, ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১

ডিসি পদমর্যাদার ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি


নিজস্ব প্রতিনিধি ডিসেম্বর ১২, ২০২২, ০৩:০৪ পিএম
ডিসি পদমর্যাদার ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

ফাইল ছবি

ঢাকা : ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশনস সেন্টার জানিয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার চারজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশনস সেন্টার। বদলির আদেশে সই করেছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

আদেশে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) আব্দুল মোমেনকে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-গুলশান বিভাগ), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-গুলশান বিভাগ) মো. রবিউল ইসলামকে উপ-পুলিশ কমিশনার (ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগ), উপ-পুলিশ কমিশনার (ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগ) আল বেলী আফিফাকে উপ-পুলিশ কমিশনার (সিটি-অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগ) এবং উপ-পুলিশ কমিশনার মো. তানভীর সালেহীন ইমনকে উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) হিসেবে বদলি করা হয়েছে।

আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশনা দিয়েছেন কমিশনার।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!