• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ওয়াসার শতভাগ রাজস্ব আদায় হয়েছে: তাকসিম


নিজস্ব প্রতিবেদক মার্চ ১৬, ২০২৩, ০৩:১২ পিএম
ওয়াসার শতভাগ রাজস্ব আদায় হয়েছে: তাকসিম

ঢাকা: সবশেষ অর্থ বছরে শতভাগ রাজস্ব আদায় হয়েছে। যা টাকার অঙ্কে দুই হাজার কোটি টাকার বেশি বলে জানিয়েছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান। 

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ঢাকা ওয়াসা 'বিল কালেকশন অ্যাওয়ার্ড' প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

তাকসিম এ খান বলেন, ‘গতবছর আমরা দুই হাজার কোটি টাকার উপরে রাজস্ব আদায় করেছি। আগে আমাদের ৬৪ শতাংশ আদায় হতো। এখন শতভাগ আদায় হচ্ছে। আর্থিক দিকে আমরা আমাদের পরিবর্তন এনেছি।’

তিনি বলেন, ‘আমরা একটা বড় পরিবর্তনের মধ্যে আছি ১২ বছর ধরে৷ ঘুরে দাঁড়াও ঢাকা ওয়াসার মাধ্যমে আমরা আমুল পরিবর্তন এনেছি। অ্যাওয়ার্ড গিভিংটা আমরা এখন প্রতি বছর করছি। আমরা অনেক পরিবর্তন করতে পেরেছি। কারণ আমরা চেয়েছি পরিবর্তন৷’

তাকসিম এ খান বলেন, ‘আমাদের ৮০ শতাংশ ডিজিটাল। বাকী ২০ শতাংশ করতে চাই। আমরা সেদিকে ধাবিত হচ্ছে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, অডিটর জেনারেল (মহা হিসাব নিরিক্ষক) মো. মুসলিম চৌধুরী ও ঢাকা ওয়াসার চেয়ারম্যান ড. গোলাম মোস্তফা প্রমুখ।

সোনালীনিউজ/এলআই/আইএ

Wordbridge School
Link copied!