ঢাকা: রাজধানীর বঙ্গবাজারে আগুনের সময় পার্শ্ববর্তী ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো.মাইন উদ্দিন।
মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে অধিদপ্তরের প্রবেশ গেটে ব্রিফিংয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, ‘কেন আমাদের সদস্যদের ওপর আক্রমণ? কেন আঘাত? এই আগুনের সুষ্ঠ তদন্ত আমরা করবো এবং আপনাদের জানাব।’
‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিসার ও সব পদবীর কর্মকর্তা-কর্মচারীরা মানুষের জন্য জীবন দেয়।’
গত এক বছরে ১৩ জন ফায়ার কর্মীর প্রাণ গেছে উল্লেখ করে ফায়ার সার্ভিসের ডিজি বলেন, ‘নিহত ১৩ ফায়ার ফাইটার অগ্নিবীর খেতাব পেয়েছেন। এছাড়া ২৯ জন আহত হয়েছেন। আজকে আমাদের আটজন সদস্য আহত হয়েছেন। কেন বা কারা ফায়ার সার্ভিসের ওপর আঘাত আনলো আমার বোধগম্য নয়।’
তিনি বলেন, ‘আগুন লাগা মার্কেটটি ও ফায়ার সার্ভিসের অফিস রাস্তার এপাশ-ওপাশ। আমি ফায়ার সার্ভিসের ডিজি হিসেবে বলতে চাই আমাদের ওপর কেন হামলা, কারা করেছে? এ ঘটনায় তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এর আগে সকাল পৌনে ১০টার দিকে বিক্ষুব্ধ জনতা ফায়ার সার্ভিসের সদর দপ্তরে হামলা করে। তাদের হাত থেকে বাঁচতে কর্মীরা ভবনের ভেতরে নিরাপদে অবস্থান নেন।
সোনালীনিউজ/আইএ
আপনার মতামত লিখুন :