• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

ভোট দিতে না পারলে চিৎকার করবেন: সিইসি


নিজস্ব প্রতিবেদক জুন ১০, ২০২৩, ০৬:০১ পিএম
ভোট দিতে না পারলে চিৎকার করবেন: সিইসি

ফাইল ছবি

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘ইভিএমে কোনো ভূত-প্রেত নেই। এটা সবচেয়ে নিরাপদ পদ্ধতি। বিচার-বিশ্লেষণ করেই এটি ব্যবহার করা হচ্ছে। যদি কেউ ইভিএমের ত্রুটি প্রমাণ করতে পারেন, তাহলে আমি নিজেই এর দায়ভার নেব।’

শনিবার (১০ জুন) দুপুরে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিভিন্ন পদে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি ওই কথা বলেন।

প্রার্থীদের উদ্দেশে সিইসি আরও বলেন, ‘আমরা সিসি টিভির মাধ্যমে সব কেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণ করব। কোনো ভোটার যদি সঠিকভাবে ভোট দিতে না পারেন, তাহলে আপনারা চিৎকার করবেন। আমরা সেখান থেকে বসে ব্যবস্থা নেব। 

নগরের জালালাবাদ গ্যাস অডিটরিয়ামে এ সভা হয়। এতে সিলেটের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ মোশাররফ হোসেন সভায় সভাপতিত্ব করেন।উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ মজিবর রহমান, রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের প্রমুখ।

এ ছাড়া মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, ‘ভোটের দিন প্রতিটি কেন্দ্র সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। কোনো অনিয়ম হলে কেন্দ্র থেকে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেয়া হবে।’

নির্বাচনে কোনোভাবেই সহিংসতা বরদাস্ত করা হবে না উল্লেখ করে সিইসি বলেন, ‘কেউ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নিতে পারে নির্বাচন কমিশন। আপনারা এমন কিছু করবেন না, যাতে প্রার্থিতা বাতিল হয়ে যায়।’

আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ করা হবে।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!