• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ছাদে বাগান করলে ১০ শতাংশ হোল্ডিং ট্যাক্স মওকুফ


নিজস্ব প্রতিবেদক জুন ১৪, ২০২৩, ০১:২০ পিএম
ছাদে বাগান করলে ১০ শতাংশ হোল্ডিং ট্যাক্স মওকুফ

ঢাকা : ভবনের ছাদে বাগান করলে ১০ শতাংশ হোল্ডিং ট্যাক্স মওকুফ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

তিনি বলেন, এই সিদ্ধান্ত দেশের সকল সিটি করপোরেশন ও পৌরসভার জন্য প্রযোজ্য হবে।

বুধবার (১৪ জুন) সকালে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে নির্দিষ্টস্থানে পশু কোরবানি এবং দ্রুততম সময়ে পশুর বর্জ্য অপসারণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি

আগামী এক সপ্তাহের মধ্যে পরিপত্র জারি করা হবে বলেও জানান।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!