• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আজ ঢাকা ১৭ আসনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন


নিজস্ব প্রতিবেদক জুন ১৫, ২০২৩, ০১:০৪ পিএম
আজ ঢাকা ১৭ আসনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন

ঢাকা : ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ। এই উপনির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র অনলাইনে জমা নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

তফসিল অনুযায়ী, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ জুন, বাছাই ১৮ জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ জুন।

বুধবার (১৪ জুন) নির্বাচনের রিটার্নিং অফিসার মো. মুনীর হোসাইন বলেন, এ পর্যন্ত তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে।

ঢাকা-১৭ আসনে আসন্ন উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য প্রফেসর মোহাম্মদ এ আরাফাত নির্বাচন কমিশনে আজ মনোনয়নপত্র জমা দেবেন।

উল্লেখ্য, গত ১৫ মে মৃত্যুবরণ করেন চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক)। এরপর আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!