• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বুধবার যেসব এলাকায় সাধারণ ছুটি ঘোষণা


জস্ব প্রতিবেদক জুন ১৭, ২০২৩, ০২:৪০ পিএম
বুধবার যেসব এলাকায় সাধারণ ছুটি ঘোষণা

জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

ঢাকা : রাজশাহী সিটি কর্পোরেশন, সিলেট সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ জেলার গোপালদী পৌরসভা, টাঙ্গাইল জেলার বাসাইল পৌরসভা ও বগুড়া জেলার তালোড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বুধবার (২১ জুন)। নির্বাচন উপলক্ষ্যে সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা অনুযায়ী এ ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা অনুযায়ী রাজশাহী সিটি কর্পোরেশন ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন এবং ৩টি পৌরসভার (নারায়ণগঞ্জ জেলার গোপালদী পৌরসভা, টাঙ্গাইল জেলার বাসাইল পৌরসভা ও বগুড়া জেলার তালোড়া পৌরসভা) সাধারণ নির্বাচন উপলক্ষ্যে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের দিন অর্থাৎ আগামী ২১ জুন বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!