• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

ঈদের ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি


নিজস্ব প্রতিবেদক জুন ২০, ২০২৩, ০৫:৩২ পিএম
ঈদের ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

ঢাকা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে একদিন বাড়তি ছুটির প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার (২০ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। 

এতে বলা হয়েছে, সরকার আগামী ২৭ জুন ২০২৩ তারিখ, মঙ্গলবার পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করিল।

জরুরি পরিসেবা এই ছুটির আওতা বহির্ভূত থকিবে। 

বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ব্যাংক, বীমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের ছুটি স্ব স্ব কর্তৃপক্ষ নির্ধারণ করিবে। 

এর আগে সোমবার (১৮ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে একদিন বাড়তি ছুটি অনুমোদন করা হয়। 

জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৯ জুন দেশে ঈদুল আজহা পালিত হবে। ২০২৩ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৮ থেকে ৩০ জুন পর্যন্ত ঈদুল আজহার নির্ধারিত সরকারি ছুটি। তবে এই ছুটি ২৭ জুন থেকে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। এর ফলে আগামী ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত থাকবে ঈদের ছুটি। পরদিন ১ জুলাই (শনিবার) থাকবে সাপ্তাহিক ছুটি। সে হিসেবে মোট ৫ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!