• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক জুন ২১, ২০২৩, ১২:৩৬ পিএম
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী

ঢাকা : সুইজারল্যান্ড ও কাতার সফরের অভিজ্ঞতা জানাতে সংবাদ সম্মেলনে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তার সরকারি বাসভবন গণভবনে বুধবার (২১ জুন) দুপুর ১২টায় এই সংবাদ সম্মেলন শুরু হয়। মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য এবং আওয়ামী লীগের শীর্ষ নেতারাও তার সঙ্গে আছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা। বরাবরের মতই এ সংবাদ সম্মেলনে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে দেখানো হচ্ছে।

প্রধানমন্ত্রী গত ১৪-১৫ জুন অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিট: সোশ্যাল জাস্টিস ফর অল’-এ যোগদান শেষে সুইজারল্যান্ডের জেনেভা থেকে শনিবার দেশে ফিরেছেন।

এছাড়া, ২৩-২৫ মে কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত তৃতীয় কাতার ইকোনমিক ফোরামে যোগ দেন প্রধানমন্ত্রী।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!