• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

৩০ টাকা দরে মিলছে চাল, পাবেন যারা


নিজস্ব প্রতিবেদক জুন ২৫, ২০২৩, ০৫:৪১ পিএম
৩০ টাকা দরে মিলছে চাল, পাবেন যারা

ঢাকা: ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ডধারীরা জুলাই থেকে তেল, ডাল ও চিনির পাশাপাশি পাঁচ কেজি করে চাল পাবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। প্রতি কেজি চালের দাম ৩০ টাকা নেওয়া হবে বলে জানান তিনি।

রোববার (২৫ জুন) সচিবালয়ের খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বোরো সংগ্রহ অভিযান ২০২৩ এর অগ্রগতি, কার্ডের মাধ্যমে ওএমএস বিতরণ ও সামগ্রিক খাদ্য পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করার সময় এসব তথ্য দেন তিনি।

সাধন চন্দ্র মজুমদার বলেন, টিসিবির জিনিস যখন পাবেন, তখন একই প্যাকেটে তাদের এই চাল দেওয়া হবে। আমাদের কাছে আসতে হবে না, ওএমএস ডিলাররা তাদের এটি দেবে। অর্থাৎ টিসিবিতে আরেকটি পণ্য হিসেবে এই চাল যুক্ত হয়েছে।

বোরো সংগ্রহ কার্যক্রমের বিষয়ে খাদ্যমন্ত্রী বলেন, এরই মধ্যে ৬ লাখ ৫৬ হাজার ৫৭৮ টন চাল আমরা কিনেছি। আর ১ লাখ ১৫ হাজার ২৭২ টন ধান সংগ্রহ করেছি। আমরা অভ্যন্তরীণভাবে সাড়ে ১২ লাখ মেট্রিক টন চাল আর চার লাখ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলাম। এক্ষেত্রে প্রতি কেজি চাল ৪৪ টাকা এবং ধান ৩০ টাকা। আগস্টের শেষ দিন পর্যন্ত আমাদের এগুলো কেনার কথা।

সাধন চন্দ্র মজুমদার বলেন, আমাদের সামনে আরও দুইমাস সময় রয়েছে। এসময়ে আমরা লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারব।

সোনালীনিউজ/এম

Wordbridge School
Link copied!