• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

আদানির দ্বিতীয় ইউনিট চালু, মিলল আরও ৭৪৮ মেগাওয়াট বিদ্যুৎ


নিজস্ব প্রতিবেদক  জুন ২৬, ২০২৩, ০৮:৩৭ পিএম
আদানির দ্বিতীয় ইউনিট চালু, মিলল আরও ৭৪৮ মেগাওয়াট বিদ্যুৎ

ঢাকা: ভারতের ঝাড়খণ্ডের কড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বাণিজ্যিকভাবে শুরু হয়েছে। আদানি পাওয়ার সোমবার মুম্বাই স্টক এক্সচেঞ্জে দেওয়া এক চিঠিতে এ তথ্য জানিয়েছে।

চিঠির বরাত দিয়ে ভারতীয় একাধিক গণমাধ্যমে বলা হয়, পরীক্ষামূলক কার্যক্রম শেষে রোববার বাংলাদেশ সময় রাত ১২টায় আদানি পাওয়ারের দ্বিতীয় ইউনিট বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে।

এর মাধ্যমে এই কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ৭৪৮ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশের জাতীয় গ্রিডে যুক্ত হলো।

দুই ইউনিটের বিদ্যুৎকেন্দ্রটি এখন ১৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে।

গত ৮ জুন থেকে পরীক্ষামূলক উৎপাদনে যায় দ্বিতীয় ইউনিটটি। এর আগে গত ৭ এপ্রিল ৭৪৮ মেগাওয়াট সক্ষমতার প্রথম ইউনিট বাণিজ্যিক উৎপাদন শুরু করে।

বিদ্যুৎ পেতে আদানির সঙ্গে ২৫ বছরের চুক্তি করেছে পিডিবি। এই কেন্দ্র থেকে চাহিদা অনুসারে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করে ভারতীয় কোম্পানিটি।

সোনালীনিউজ/এম

Wordbridge School
Link copied!