• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

হলি আর্টিজানে হামলায় নিহতদের প্রতি বিভিন্ন দূতাবাসের শ্রদ্ধা


নিজস্ব প্রতিনিধি জুলাই ১, ২০২৩, ০১:১৭ পিএম
হলি আর্টিজানে হামলায় নিহতদের প্রতি বিভিন্ন দূতাবাসের শ্রদ্ধা

ছবি: সংগৃহীত

ঢাকা: গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার সাত বছর পূর্তিতে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা।

শনিবার (১ জুলাই) সকাল সাড়ে ৯টায় গুলশানের ৭৯ নম্বর সড়কে অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন। তারপর শ্রদ্ধা নিবেদন করেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। এ ছাড়া ইতালি ও যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মকর্তারাও নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

বিভিন্ন দূতাবাসের কর্মকর্তাদের শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ১০টায় হলি আর্টিজানের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়।

উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানে হলি আর্টিজান বেকারিতে নৃশংস হামলা চালায় জঙ্গিরা। তারা অস্ত্রের মুখে দেশি-বিদেশি অতিথিদের জিম্মি করে রাখে। ভয়াবহ ওই হামলায় স্তম্ভিত হয় পুরো দেশ। দেশের ইতিহাসে সবচেয়ে বড় ওই জঙ্গি হামলায় পুলিশের দুই সদস্যসহ দেশি-বিদেশি ২০ জন নিহত হন। তাদের মধ্যে ৯ জন ইতালীর, সাতজন জাপানের, তিনজন বাংলাদেশি ও একজন ভারতীয় ছিলেন।

সোনালীনিউজ/এসআই

Wordbridge School
Link copied!