• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

খুলেছে অফিস, কাটেনি ছুটির আমেজ


নিজস্ব প্রতিবেদক জুলাই ২, ২০২৩, ০১:০১ পিএম
খুলেছে অফিস, কাটেনি ছুটির আমেজ

ঢাকা : পবিত্র ঈদুল আজহার পাঁচ দিনের ছুটি শেষে রোববার (২ জুলাই) থেকে খুলেছে সরকারি-বেসরকারি অফিস-আদালত। সেই সঙ্গে ব্যাংক-বীমাসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানও খুলেছে আজ থেকে। এ ছাড়া আজ থেকে লেনদেন শুরু হয়েছে শেয়ারবাজারেও।

তবে অফিস-আদালত শুরু হলেও এখনো বিরাজ করছে ছুটির আমেজ। অনেকে বাড়তি ছুটি নিয়ে এলাকায় অবস্থান করছেন। অফিস-আদালতের কার্যক্রম পুরোদমে শুরু হতে আরও দু-তিন দিন লেগে যাবে।

গত বৃহস্পতিবার সারাদেশে পালিত হয় পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত অর্থাৎ মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার চারদিন ছুটি ছিল। এর পরদিন ১ জুলাই শনিবার ছিল সাপ্তাহিক ছুটি। ফলে এবারের ঈদের ছুটি হয় পাঁচ দিন।

ঈদের ছুটি পেয়ে অনেকেই রাজধানী ছেড়ে গ্রামে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে গেছেন। ফলে রাজধানী একেবারেই ফাঁকা হয়ে যায়। তবে যারা ঢাকার বাইরে ঈদ করতে গেছেন সরকারি-বেসরকারি বেশিরভাগ কর্মজীবী, তাদের অনেকে এক-দুই দিন ঐচ্ছিক ছুটি নেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!