ঢাকা : ঈদে ফাঁকা সড়কে যানবাহন চলাচলে গতির প্রতিযোগিতা বেড়েছে। এতে ঈদের আগে ও পরে ছয় দিন সড়ক দুর্ঘটনা বেড়েছে। এদিকে সড়ক দুর্ঘটনায় মারা গেছে ৬০ জন।
জাতীয় অর্থপেডিক হাসপাতালের তথ্য মতে, ঈদের তিন দিন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে এ হাসপাতালে আসা রোগীর সংখ্যা ২০৬ জন।
বিশেষজ্ঞরা বলছেন, ঈদে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার পেছনে গতির নেশা এবং মৌসুমি চালকরা দায়ী।
পরিবহন বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. হাদিউজ্জামান বলেন, ঈদের সময় মৌসুমি চালকের সংখ্যা ব্যাপকভাবে বেড়ে যায়। সড়ক-মহাসড়ক ফাঁকা থাকায় তারা যানবাহনের গতি বাড়িয়ে দেন। গতি বাড়ানোয় যে ঝুঁকি তৈরি হচ্ছে, তা তারা মনেই করেন না। এটা দুর্ঘটনার একটা অন্যতম কারণ।
তিনি বলেন, দুর্ঘটনা কমাতে মৌসুমি চালকদের গাড়ি চালানোর ক্ষেত্রে বিধিনিষেধ দেওয়ার পাশাপাশি, পরিবারকে সতর্ক থাকতে হবে।
সোনালীনিউজ/এমটিআই
আপনার মতামত লিখুন :