• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

কোনো বীর মুক্তিযোদ্ধা সরকারি চাকরিতে নেই: মন্ত্রী


নিজস্ব প্রতিবেদক জুলাই ৪, ২০২৩, ০৮:৪৩ পিএম
কোনো বীর মুক্তিযোদ্ধা সরকারি চাকরিতে নেই: মন্ত্রী

ঢাকা: বর্তমানে দেশে কোনো বীর মুক্তিযোদ্ধা সরকারি চাকরিতে বিধি অনুযায়ী কর্মরত নেই বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মঙ্গলবার (৪ জুলাই) জাতীয় সংসদে একেএম রহমতুল্লাহর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। 

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। 

মন্ত্রী বলেন, এ মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী বীর মুক্তিযোদ্ধার সর্বশেষ জন্ম তারিখ ৩০-০৫-১৯৫৯। সে অনুযায়ী একজন বীর মুক্তিযোদ্ধার বিধি মোতাবেক চাকরিকাল হবে ৩০ মে ২০১৯ সাল পর্যন্ত। ফলে বর্তমানে কোনো বীর মুক্তিযোদ্ধা সরকারি চাকরিতে বিধি অনুযায়ী কর্মরত নেই।

মন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বিতরণ আদেশ ২০২০ এর নির্দেশনা অনুসরণে তাদের সম্মানি ভাতা পরিচালনা করা হয়ে থাকে। ওই আদেশে এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট, সমন্বিত তালিকাভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয়। চাকরি বা চাকরিরত নয় এমন সব বীর মুক্তিযোদ্ধাদের জীবিতকাল পর্যন্ত এবং মৃত্যুর পর ওয়ারিশ স্ত্রী ও সন্তানরা ভাতা প্রাপ্য হন। 

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!