• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের পাঁচ ধাপ উন্নতি


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৯, ২০২৩, ০২:১২ পিএম
শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের পাঁচ ধাপ উন্নতি

ঢাকা : শক্তিশালী পাসপোর্ট সূচকে উন্নতি হয়েছে বাংলাদেশের। নতুন তালিকায় বাংলাদেশ ৯৬ তম স্থানে অবস্থান করছে।

মঙ্গলবার (১৮ জুলাই) শক্তিশালী পাসপোর্ট সূচকের নতুন তালিকা প্রকাশ করে যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্স‘।

নতুন তালিকায় দেখা যায় বাংলাদেশ তালিকার ৯৬তম স্থানে অবস্থান করছে। যেখানে গত ১০ জানুয়ারি প্রকাশিত সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম। অর্থাৎ গত ছয় মাসে শক্তিশালী পাসপোর্ট সূচকে ‘সবুজ পাসপোর্টের’ উন্নতি হয়েছে পাঁচ ধাপ।

সাধারণত একটি নির্দিষ্ট দেশের পাসপোর্টধারীরা কতগুলো দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন সেটির ওপর নির্ভর করে এই সূচক তৈরি করা হয়। সর্বশেষ সূচক অনুযায়ী জানা যায়, ৪০টি দেশে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসা দিয়ে ভ্রমণ করতে পারবেন বাংলাদেশের পাসপোর্টধারীরা।

হ্যানলি অ্যান্ড পার্টনার্সের এ সূচক অনুযায়ী গত ৫ বছর ধরে শক্তিশালী পাসপোর্টের শীর্ষস্থানে ছিল জাপান। তবে এবারে জাপানকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা ১৯২টি দেশে ভিসা ছাড়া যেতে পারেন।

অপরদিকে শীর্ষে থাকা জাপান নেমে গেছে তৃতীয় স্থানে। বর্তমানে জাপানিরা ১৮৯টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।

এ ছাড়া সর্বশেষ সূচকে এশিয়ার আধিক্যের মধ্যেই উন্নতি হয়েছে ইউরোপেরও। ইউরোপিয়ান দেশ জার্মানি, ইতালি এবং স্পেন উঠে এসেছে দ্বিতীয় স্থানে। বর্তমানে এ তিনটি দেশের নাগরিকরা ভিসা ছাড়া ১৯০টি দেশে যাওয়ার সুযোগ পেয়ে থাকেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!