• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

সাংবাদিকদের সুখবর দিলেন আইনমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক জুলাই ২৫, ২০২৩, ০৬:০০ পিএম
সাংবাদিকদের সুখবর দিলেন আইনমন্ত্রী

ঢাকা: ডিজিটাল সিকিউরিটি আইনে যে সংশোধনী আসছে, এতে সাংবাদিকরা খুশি হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার (২৫ জুলাই) সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের এমন তথ্য জানান।

তিনি বলেন, সাংবাদিকরা ডিজিটাল সিকিউরিটি আইন নিয়ে উদ্বেগ জানিয়েছে। কিন্তু এবার যে সংশোধনী আসছে, এতে সাংবাদিকরা খুশি হবে। সেপ্টেম্বরে ডিজিটাল সিকিউরিটি আইন সংশোধন হচ্ছে।

আইনমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে ডাটা সিকিউরিটি অ্যাক্ট ও শ্রম আইন নিয়েও কথা হয়েছে। তারা শ্রম অধিকার সম্পর্কে জানতে চেয়েছে। আমরা বলেছি, দেশে শ্রম আইনের কোনো ব্যত্যয় হচ্ছে না।

সোনালীনিউজ/এম

Wordbridge School
Link copied!