• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

সংসদ নির্বাচনের তফসিল নভেম্বরে, প্রার্থীতা আবেদন অনলাইনে


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৯, ২০২৩, ০২:৩৮ পিএম
সংসদ নির্বাচনের তফসিল নভেম্বরে, প্রার্থীতা আবেদন অনলাইনে

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামী নভেম্বরে। বুধবার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে এতথ্য জানান নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।

ইসি আরও বলেন, দুর্গম এলাকা ছাড়া জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালেই ভোট কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে যাবে।

তিনি আরও বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে ও মাঠ পর্যায়ে প্রার্থীদের শক্তি এবং সামর্থ্য প্রদর্শন করতে না পারে সেজন্য আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রার্থীদের আবেদন অ্যাপসে করার পদক্ষেপ নিচ্ছে কমিশন। এছাড়া এ অ্যাপসের মাধ্যমে নির্বাচনী ফলাফল ও কোন কেন্দ্রে রিটার্নিং কর্মকর্তা হিসেবে কারা দায়িত্ব পালন করছেন সেটিও জানা যাবে। আগামী নভেম্বরে এটি লাইভে আসবে।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!