• ঢাকা
  • শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩০

প্রথম দিনে এক্সপ্রেসওয়েতে টোল আদায় যত টাকা 


নিজস্ব প্রতিবেদক  সেপ্টেম্বর ৪, ২০২৩, ১০:৩০ এএম
প্রথম দিনে এক্সপ্রেসওয়েতে টোল আদায় যত টাকা 

ঢাকা: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে প্রথম দিনে ১৫ ঘণ্টায় ১৩ লাখ টাকার বেশি টোল আদায় হয়েছে। গতকাল রোববার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এই টোল আদায় হয়েছে।

প্রকল্প সূত্রে জানা গেছে, রোববার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এক্সপ্রেসওয়েতে মোট গাড়ি চলাচলের সংখ্যা ছিল ১৬ হাজার ৩৮৪টি। এসব গাড়ি থেকে মোট ১৩ লাখ ৩০ হাজার ১৬০ টাকা টোল আদায় হয়েছে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এ এইচ এম এস আকতার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সড়কটি দিয়ে প্রথম দিন যেসব গাড়ি চলাচল করেছে, তার প্রায় ৯০ শতাংশই ছিল প্রাইভেটকার।

জানা গেছে, রোববার রাত ৯টা পর্যন্ত বিমানবন্দর থেকে বনানী, মহাখালী ও ফার্মগেটের পথে ৯ হাজার ৫২টি গাড়ি, কুড়িল থেকে বনানী, মহাখালী ও ফার্মগেটের পথে দুই হাজার দুটি গাড়ি, বনানী থেকে কুড়িল-বিমানবন্দরের পথে এক হাজার ৯৮৫টি গাড়ি এবং তেজগাঁও থেকে মহাখালী, বনানী, কুড়িল ও বিমানবন্দরের পথে ৩ হাজার ৩৪৫টি গাড়ি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠেছে।

এর আগে গত শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ উড়ালসড়ক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে রোববার সকাল ৬টা থেকে এটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়।

তবে উড়ালসড়কের টোল নির্ধারণ করে কয়েক দিন আগেই প্রজ্ঞাপন জারি করে সেতু বিভাগ। এ টোল শুধু প্রথম ফেজের জন্য প্রযোজ্য হবে। এ অংশ ব্যবহারের জন্য যানবাহনগুলোকে চারটি শ্রেণিতে ভাগ করে টোল দিতে হবে। সর্বনিম্ন টোল ৮০ টাকা এবং সর্বোচ্চ ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এমএস

Wordbridge School
Link copied!