• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে: লোকোমাস্টার এনামুল


নিজস্ব প্রতিবেদক  সেপ্টেম্বর ৭, ২০২৩, ১২:২১ পিএম
নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে: লোকোমাস্টার এনামুল

ঢাকা: দেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প পদ্মা সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশে ট্রেনটি ছেড়ে যায়।

ঐতিহাসিক এই পরীক্ষামূলক ট্রেনের যাত্রা পরিচালনা করছেন লোকোমোটিভ মাস্টার এনামুল হক এবং সহকারী লোকোমোটিভ মাস্টার এম এ হোসেন।

পদ্মা সেতুতে প্রথম ট্রেন চালানোর সুযোগ পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে মো. এনামুল হক বলেন, ‘আজ বাড়তি ভালো লাগা কাজ করছে। আমি এর আগেও প্রথম ট্রায়ালে ছিলাম। আজ অফিসিয়ালি ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গায় পরীক্ষামূলকভাবে ট্রেন নিয়ে যাচ্ছি। ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থার নতুন দ্বার উন্মোচিত হচ্ছে।’

তিনি বলেন, ‘সব সিগন্যাল ঠিক থাকলে আজ ট্রেনটি ৬০ কিলোমিটার বেগে চলবে। যদি এই গতিতে স্বাভাবিকভাবে যেতে পারি তাহলে ১ ঘণ্টা ৫০ মিনিটের মতো সময় লাগতে পারে।’

লোকোমাস্টার এনামুল হক জানান, বাংলাদেশ রেলওয়েতে দীর্ঘ ১৯ বছরের কর্মজীবন চলছে তার। দীর্ঘ এই সময় জুড়ে প্রায় ৪ হাজার ট্রেন যাত্রা পরিচালনা করেছেন তিনি। বাংলাদেশ রেলওয়ের অসংখ্য নতুন কোচ উদ্বোধন হয়েছে তার হাত ধরেই। তবে আজকের অবিজ্ঞতা ভিন্ন।

তিনি বলেন, ‘আজকের এই যাত্রায় নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে। আমাদের গর্ব এবং গৌরবের পদ্মা সেতুতে আমিই আনুষ্ঠানিকভাবে প্রথম ট্রেন নিয়ে উঠছি। এটি অনেক বড় পাওয়া। অত্যন্ত গর্ববোধ করছি।’

সহকারী লোকোমাস্টার এম এ হোসেন বলেন, ‘দীর্ঘ ৯ বছর ধরে ট্রেন পরিচালনা করছি। অনেক ঘটনার সাক্ষী হয়েছি। তবে আজকের অনুভূতি ভিন্ন ধরনের। আমি এই যাত্রায় সহকারী লোকোমাস্টার হিসেবে কাজ করতে পেরে সৌভাগ্যবান মনে করছি।’

পদ্মা সেতুতে সড়ক যোগাযোগ চালুর পর আজ পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে রেল যোগাযোগ। আগামী ১০ অক্টোবর ঢাকা-ভাঙ্গা ট্রেন চলাচল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

এমএস

Wordbridge School
Link copied!