ঢাকা : আজ বিকেলে ঢাকায় আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। স্বাধীনতা-পরবর্তী সময়ে কোনো রুশ পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম সফর।
তিনি সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
আগামীকাল শুক্রবার দুপুরে ঢাকা ছেড়ে দিল্লি যাওয়ার আগে ল্যাভরভ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করবেন। দুদেশের কূটনৈতিক সূত্রগুলো এই সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে। তারা বলছে, এই সফর থেকে দুদেশের সম্পর্ক আরও নতুন মাত্রা যোগ করবে।
সের্গেই ল্যাভরভের সফরের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন গত মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের বলেন, ‘রাশিয়ার সঙ্গে আমাদের অনেক দিনের সম্পর্ক।
সম্প্রতি বিশ্বে যেসব জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বিশেষ করে ইউক্রেন সংকটের পর থেকে, সেগুলো নিয়ে আলোচনা হবে। আমরা রাশিয়াকে একটা অনুরোধ করতে পারি, দ্রুত যেন একটা শান্তিপূর্ণ সমাধান বের করা যায়।’
পররাষ্ট্রসচিব জানান, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সক্রিয় সমর্থন, খাদ্য, সার ও জ্বালানির মতো বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
জানা গেছে, এই সফরে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের আলোচনার বড় বিষয় থাকবে যুদ্ধ বন্ধের আহ্বান জানানো। আর রুশ এজেন্ডা হবে তাদের জাহাজের ওপর থেকে বাংলাদেশ সরকারের দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার।
পররাষ্ট্র সচিব জানান, বর্তমান বিশ্ব যে কঠিন পরিস্থিতিগুলো মোকাবিলা করছে, বিশেষ করে ইউক্রেন সমস্যার পর থেকে সেগুলো নিয়ে আলোচনা হবে। তিনি বলেন, আমরা খাদ্য, জ্বালানি, সার নিরাপত্তা, নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশের যেসব সমস্যা হচ্ছে সেগুলো তুলে ধরব। কারণ এগুলোর জন্য আমাদের সমস্যা হচ্ছে। আমরা এর শান্তিপূর্ণ সমাধান চাইব। আমরা রাশিয়াকে অনুরোধ করব যুদ্ধ বন্ধ করার জন্য। আমাদের যে সমস্যা সেগুলো আমরা তুলে ধরব। ল্যাভরভের সফর নিয়ে গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, ঢাকা রুশ পররাষ্ট্রমন্ত্রীর সফরে রোহিঙ্গা ইস্যু তুলে ধরবে।
জানা গেছে, আলোচনায় জাতিসংঘের বিভিন্ন ফোরামে আগামী দিনে বাংলাদেশের প্রার্থিতার বিষয়ে রাশিয়ার সহযোগিতা কামনা করা হবে।
এমটিআই