• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করতে চান পুতিন


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ১, ২০২৩, ০৪:৩৪ পিএম
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করতে চান পুতিন

ঢাকা : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করতে চান। চলতি মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ান বেল্ট ওয়ান রোড ফোরামের বৈঠকের ফাঁকে তাদের সাক্ষাৎ হতে পারে।

সম্প্রতি চীনের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রেসিডেন্ট শি’কে জানানো অভিনন্দন বার্তায় পুতিন এ আশা প্রকাশ করেন। ওয়ান বেল্ট ওয়ান রোড ফোরামের বৈঠকে যোগ দিতে চীনের আমন্ত্রণ গ্রহণ করার কথা জানিয়েছেন পুতিন। ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত সংশ্লিষ্ট টেলিগ্রাম থেকে এ তথ্য জানা গেছে।

এদিকে চীনের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রুশ প্রেসিডেন্ট বলেছেন, আপনার (শি জিন পিং) নেতৃত্বে চীন আত্মবিশ্বাসের সঙ্গে আর্থ-সামাজিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। বৈশ্বিক অঙ্গনে চীন তার অবস্থানকে শক্তিশালী এবং আঞ্চলিক ও বৈশ্বিক এজেন্ডার সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর সমাধানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে।

তিনি আরও বলেন, রাশিয়া ও চীনের সম্পর্ক ব্যাপক অংশীদারত্ব এবং কৌশলগত চেতনায় বিকশিত হচ্ছে। পুতিন শি’র সুস্বাস্থ্য, কল্যাণ এবং তার সফলতা কামনা করেন।

এমটিআই

Wordbridge School
Link copied!