ঢাকা : মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনকে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মঙ্গলবার (৩ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যুগ্মসচিব ড. আশরাফুল আলমের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
‘রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে’ উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকারি চাকরি আইন, ২০১৮- এর ধারা ৪৯ অনুযায়ী মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনকে (পরিচিতি নম্বর ৪০৫৩) তাঁর অবসরোত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ১৪ অক্টোবর ২০২৩ বা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।’
এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
মো. মাহবুব হোসেন চলতি বছরের ৩ জানুয়ারি মন্ত্রিপরিষদ সচিব হিসাবে নিয়োগ পান। এর আগে এক বছর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
এমটিআই