• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সরকারি চাকরিজীবীদের মুক্তিযুদ্ধমন্ত্রীর কড়া বার্তা


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৮, ২০২৩, ০৫:৩২ পিএম
সরকারি চাকরিজীবীদের মুক্তিযুদ্ধমন্ত্রীর কড়া বার্তা

ঢাকা : মাদকগ্রহণ নিয়ে সরকারি চাকরিজীবীদের কড়া বার্তা দিয়েছেন আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বুধবার (১৮ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভা শেষে তিনি বলেন, সরকারি চাকরিজীবীদের সন্দেহ হলে যেকোনো সময় মাদক শনাক্তকরণ টেস্ট (ড্রাগ অ্যাবিউজ) করা হবে।

মোজাম্মেল হক বলেন, অনেক সময় সরকারি চাকরিজীবীদের মাদক গ্রহণের অভিযোগ। মাদক নেওয়ার ৭২ ঘণ্টা পার হলে ডোপ টেস্টে আর শনাক্ত করা যায় না। সেজন্য এই পরিকল্পনা করা হয়েছে।

এ সময় নির্বাচনকে সামনে রেখে দেশে অবৈধ অস্ত্র প্রবেশ বন্ধ করতে বিজিবিসহ সংশ্লিষ্ট বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এমটিআই

Wordbridge School
Link copied!