ঢাকা : আগামী ২৪ অক্টোবর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউরোপীয় কমিশন আয়োজিত গ্লোবাল গেটওয়ে ফোরামের বৈঠকে অংশ নেবেন সরকারপ্রধান। ফোরামের সাইডলাইনে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কয়েকজন নেতার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন প্রধানমন্ত্রীর আসন্ন সফর সম্পর্কে বলেন, প্রধানমন্ত্রী আগামী ২৪ তারিখে দুই দিনের জন্য যাবেন। ২৬ তারিখ ফিরে আসবেন। গ্লোবাল গেটওয়ে ফোরাম, এখানে বহু দেশের বহু রাষ্ট্রনায়ক আসবেন, সরকারপ্রধান আসবেন। সুতরাং উই উড লাইক টু টেক দ্যাট অ্যাডভান্টেজ।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ওনার দাওয়াতেই যাচ্ছেন। আমি জানি না, আমি নিশ্চিত করতে পারছি না। জি২০-তে দেখা হয়, তখন ওনারা দাওয়াত দিয়েছিলেন। প্রধানমন্ত্রী সেই দাওয়াত গ্রহণ করেছিলেন। ওই দাওয়াতের পরিপ্রেক্ষিতেই যাওয়া হচ্ছে।
আগামী দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনের আগে ইউরোপে প্রধানমন্ত্রীর এই সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ঘিরে ভূরাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্ব বেড়ে গেছে বাংলাদেশের। বাংলাদেশের কূটনীতিকরা আশা করছেন, এমন এক আবহে বাংলাদেশের উন্নয়ন, ব্যবসাবাণিজ্য এই বিষয়গুলোতে ইউরোপের নেতাদের সঙ্গে সরাসরি আলোচনার ক্ষেত্র তৈরি হবে।
এমটিআই