• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিল


নিজস্ব প্রতিবেদক  অক্টোবর ২৩, ২০২৩, ০২:০৯ পিএম
নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিল

ঢাকা: আগামী নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন একজন নির্বাচন কমিশনার।

সোমবার (২৩ অক্টোবর) ইসি ভবনে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কমিশনার অনানুষ্ঠানিকভাবে এ কথা জানান।

ওই কমিশনার বলেন, সবাই নির্বাচন চায়, জনগণ নির্বাচন চায়। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল। ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট হবে।

ভোটের পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, ভোটের পরিবেশ ভালো আছে। আমি কোনো সমস্যা দেখি না। মানুষ জানতে চায় কবে ভোট হবে।

এদিকে আগামী ১ নভেম্বর বৈঠক করবে ইসি। এতে পররাষ্ট্র, তথ্য, শিক্ষা ও প্রতিরক্ষাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশ নেবেন। বৈঠকে নির্বাচনের দিনক্ষণ নিয়ে চূড়ান্ত আলোচনা হতে পারে বলে জানা গেছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন ভবনের সভাকক্ষে ওইদিন বেলা ১১টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে।

২০১৯ সালের ৩০ জানুয়ারি একাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। সে হিসেবে ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে আগামী সংসদ নির্বাচন শেষ করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে ইসির।

তবে নির্বাচন কমিশন ভোটের প্রস্তুতি নিলেও বিএনপিসহ বিরোধী দলগুলো রয়েছে আন্দোলনের মাঠে। দলীয় সরকারের অধীনে কোনো ভোটে যাবে না বলে তারা সাফ জানিয়ে দিয়েছে। আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ ডেকেছে বিএনপি। সেখান থেকে লাগাতার কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণা আসতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। 

এমএস

Wordbridge School
Link copied!