• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

২০২৪ সালেও সরকারি ছুটি ২২ দিন


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৩, ২০২৩, ০৪:১৭ পিএম
২০২৪ সালেও সরকারি ছুটি ২২ দিন

ঢাকা: চলতি বছরের মতো আসছে বছরেও সরকারিভাবে ২২ দিন ছুটির অনুমোদন দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২৩ অক্টোবর) তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে ২০২৪ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। 

সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এক ব্রিফিংয়ে বলেন, প্রতি বছরে শেষের দিকে এসে পরবর্তী বছরের ছুটির তালিকা করা হয়। আগামী বছরের ছুটির তালিকা মন্ত্রিসভা অনুমোদন করেছে।

“২০২৪ সালে ২২ দিন সরকারি ছুটি থাকবে। এরমধ্যে দুই দিন শুক্রবারে পড়েছে। ধর্মীয় কারণে ঐচ্ছিক ছুটিও থাকবে।”২০২৩ সালে ২২ দিন সরকারি ছিল। তারমধ্যে শুক্র-শনিবারে পড়েছিল আট দিনের ছুটি।

এআর

Wordbridge School
Link copied!