• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হামুন, ঢাকা থেকে লঞ্চ চলাচল বন্ধ


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৪, ২০২৩, ০৪:৫১ পিএম
অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হামুন, ঢাকা থেকে লঞ্চ চলাচল বন্ধ

ঢাকা : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হামুন আরও শক্তি সঞ্চয় করে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর প্রভাবে ঢাকা থেকে দেশের দক্ষিণাঞ্চলের পথে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

মঙ্গলবার (২৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিটিএর উপ-পরিচালক (মিডিয়া) মোবারক হোসেন মজুমদার।

তিনি জানান, আগাম সতর্কতা হিসেবে সদরঘাট থেকে উপকূলীয় জেলাগুলোতে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বিআইডব্লিটিএর টিআই এবিএস মাহমুদ জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের কারণে ঢাকা নদী বন্দরে এক নম্বর ও চাঁদপুরে দুই নম্বর সতর্কতা সংকেত রয়েছে। আগাম সতর্কতা হিসেবে সদরঘাট থেকে চাঁদপুর ও শরীয়তপুর ছাড়া সব গন্তব্যে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। দক্ষিণাঞ্চলের জেলাগুলোর লঞ্চ বিকালে সদরঘাট থেকে ছেড়ে যায়। তবে আজ কোনো লঞ্চ ছাড়বে না বলেও জানান তিনি।

এদিকে সকাল থেকে বরিশাল-ভোলাসহ বিভাগের সব নদ-নদীতে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে।

বুধবার দুপুরের দিকে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের আকারে হামুন ভোলার কাছ দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে মঙ্গলবার বেলা ১২টার দিকেও বরিশালে এর কোনো প্রভাব দেখা যায়নি। সকাল থেকে বরিশালের আকাশ মেঘাচ্ছন্ন ও বাতাসের প্রবাহ না থাকায় বেশ গরম অনুভূত হচ্ছে বলে জানান স্থানীয়রা।

বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন জানান, হামুনের প্রভাবে পায়রা সমুদ্র বন্দরে ৭ নম্বর বিপৎসংকেত ও বরিশাল নদী বন্দরে ২ নম্বর সতর্ক সংকেত রয়েছে। বৈরি আবহাওয়ার কারণে সকাল সাড়ে ১০টা থেকে বরিশাল নদী বন্দর থেকে সকল ধরনের যাত্রীবাহি নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

এমটিআই

Wordbridge School
Link copied!