ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘রাজনৈতিক দলগুলোর জন্য সব অপশন খোলা আছে, যা কমিশনের জন্য নেই। তাই কমিশনকে সংবিধান অনুযায়ী সময়মতো নির্বাচন করতে হবে। আমরা প্রত্যাশা করি, সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে।’
আজ মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সিইসির সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৈঠক শেষে সিইসি উপস্থিত গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন।
কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘দলগুলো এককভাবে বা অ্যালায়েন্সের মাধ্যমে অংশ নিতে পারে। অনুকূল বা প্রতিকূল পরিস্থিতি হোক, আমরা দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছি।’
পিটার হাসের সঙ্গে বৈঠক সম্পর্কে সিইসি বলেন, ‘উনি (মার্কিন রাষ্ট্রদূত) এর আগেও কয়েকবার আমাদের এখানে এসেছেন। অনেকটা সৌজন্য সাক্ষাৎ। উনি আমাদের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন, আমরা জানিয়েছি। অবশ্য উনি নিজেও অবগত আছেন।’
কাজী হাবিবুল আউয়াল আরও বলেন, ‘উনি নির্বাচনের পরিস্থিতি ও পরিবেশ সম্পর্কে জানতে চেয়েছেন। আমরা স্পষ্টভাবে বলেছি ‘নির্বাচন কমিশনের হাতে কিন্তু কোন অপশন নেই, নির্বাচন কমিশনকে সাংবিধানিক ভাবে নির্ধারিত সময়ে নির্বাচন করতে হবে। রাজনৈতিক দলগুলোর হাতে বিভিন্ন অপশন থাকে। তারা নির্বাচনে অংশগ্রহণ করতেও পারেন, নাও করতে পারেন। তারা চাইলে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, আবার ৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তাদের জন্য বিভিন্ন ধরণের অপশন রয়েছে।’
তিনি বলেন, ‘অনেক সময় কিছু কথা ওঠে অনুকূল, প্রতিকূল। এগুলো খুব অর্থবহ। নির্বাচনের জন্য অনুকূল হোক প্রতিকূল হোক আমাদের প্রত্যাশা সব সময় যত বেশি অনুকূল হবে তত নির্বাচন কমিশনের জন্য সহজতর হবে। আমরা শেষ পর্যন্ত প্রত্যাশা করি, এখনও করব সব দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করবে।’
অপরদিকে নির্বাচনে শর্তহীন সংলাপের আহ্বান জানিয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘নির্বাচনে রাজনৈতিক সহিংসতা কোনোভাবেই কাম্য নয়।’
তিনি বলেন, ‘গণতন্ত্রে সহিংসতার স্থান নেই, সংলাপের মাধ্যমে সমাধান করা উচিত।’
এমএস