• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
ফায়ার সার্ভিস

অবরোধের প্রথম দিন পোড়ানো হয়েছে ১৩ যানবাহন


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১, ২০২৩, ১০:৩৬ এএম
অবরোধের প্রথম দিন পোড়ানো হয়েছে ১৩ যানবাহন

ঢাকা : বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের প্রথম দিনে দেশের বিভিন্ন স্থানে ১৬টি আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস বলেছে, মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার (১ নভেম্বর) সকাল ৯টার মধ্যে এসব ঘটনায় পুড়িয়ে দেওয়া হয়েছে ১৩টি যানবাহন এবং দুটি স্থাপনা।  

এই সময়ে ঢাকা মহানগরে চারটি, ঢাকা বিভাগে ছয়টি, চট্টগ্রাম বিভাগে তিনটি, রাজশাহী বিভাগ তিনটি আগুন দেওয়ার ঘটনা ঘটে।

নয়টি বাস, দুটি কাভার্ড ভ্যান, দুটি ট্রাক, একটি পিকআপ, দুটি বাণিজ্যিক পণ্যের শো রুম, একটি পুলিশ বক্স পুড়িয়ে দেওয়া হয়।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, রাজধানীর পোস্তাগোলা, খিলগাঁও, বারিধারায় তিনটি, ঢাকা বিভাগের সাভার, গাজীপুরে দুটি, চট্টগ্রাম বিভাগে কর্ণফুলী, রাঙ্গুনিয়ায় দুটি, রাজশাহী বিভাগ বগুড়া, সিরাজগঞ্জ দুটি ঘটনা ঘটে।

বিএনপির শনিবারের সমাবেশ ঘিরে সংঘর্ষ এবং পরদিন রোববার হরতালের পর মঙ্গল থেকে বৃহস্পতিবার সারা দেশে তিন দিনের এই অবরোধের কর্মসূচি দিয়েছে বিএনপি। একই কর্মসূচি দিয়ে রেখেছে জামায়াত।

অবরোধের প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের সংখ্যা বেড়েছে।

এমটিআই

Wordbridge School
Link copied!