• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

রোববার থেকে আবার টানা অবরোধ বিএনপির


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২, ২০২৩, ০৫:২১ পিএম
রোববার থেকে আবার টানা অবরোধ বিএনপির

বিএনপি, ফাইল ফটো

ঢাকা: দুইদিনের বিরতি দিয়ে আবারও ৪৮ ঘণ্টার অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি। টানা তিন দিনের অবরোধ কর্মসূচি শেষ হওয়ার পর বৃহস্পতিবার (০২ নভেম্বর) বিকেলে দলটির পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়।

আগামী ৩ ও ৪ নভেম্বর বিরতি দিয়ে ৫ ও ৬ নভেম্বর দেশব্যাপী অবরোধ কর্মসূচি ডাক দিয়েছে বিএনপি। যুগপৎভাবে একই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে শরিকরাও। তবে জামায়াতে ইসলামী এখনো নতুন কোনো কর্মসূচি দেয়নি। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান দেশের একটি গণমাধ্যমকে জানান, তাদের আন্দোলন চলমান থাকবে। গত ১৫ বছর ধরে তাদের ওপর হামলা-মামলা চলছে। সিনিয়র নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। গত তিন দিন জনগণ স্বতঃস্ফূর্তভাবে অবরোধ পালন করেছে। কারণ এই সরকারকে আর চায় না জনগণ।

ওয়াইএ

Wordbridge School
Link copied!