ঢাকা: বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে চলমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান মুখপাত্র বেদান্ত প্যাটেল।
ব্রিফিংয়ে বেদান্তকে বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রশ্ন করা হয়। বলা হয়, বাংলাদেশি জনগণ অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। এখন বিএনপি কর্মীরা দেশটিতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে।এতে করে আগামী নির্বাচনে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নষ্ট হচ্ছে। যুক্তরাষ্ট্র কী বিএনপিকে এই সহিংসতা বন্ধের আহ্বান জানাবে?
জবাবে বেদান্ত বলেন, ‘আমরা বাংলাদেশের নির্বাচনী পরিবেশ গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং যেকোনো সহিংসতার ঘটনা আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেই। আমরা সরকার, বিরোধী দল, সুশীল সমাজসহ সবাইকে বাংলাদেশি জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানাই।’
আরেক প্রশ্নে বলা হয়, বাংলাদেশজুড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবিতে বিক্ষোভ চলছে। সরকারও তাদের ওপর চড়াও হয়েছে। এখন পর্যন্ত ৮ হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারাও রয়েছে। সহিংসতায় এখন পর্যন্ত ১১ জন নিহত হয়েছেন। যেহেতু শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হচ্ছে, যদি পরিস্থিতির কারণে দেশে নতুন তত্ত্বাবধায়ক সরকার আসে, যুক্তরাষ্ট্র কী বাংলাদেশি জনগণের পাশে থাকবে?
জবাবে বেদান্ত পাটেল বলেন, ‘আমরা আগেও বিষয়টি বলেছি। আমরা কোনো দলকে সমর্থন করি না। আমরা নির্বাচনী পরিবেশের ওপর গভীর নজর রাখছি। আমরা সরকার, বিরোধী দল, সুশীল সমাজসহ সবাইকে বাংলাদেশি জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানাই।’
এমএস