• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

আগামী দুই দিন মাঠে থাকবে ১০ হাজার আনসার


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৮, ২০২৩, ০৬:২৫ পিএম
আগামী দুই দিন মাঠে থাকবে ১০ হাজার আনসার

সংগৃহীত ছবি

ঢাকা: আগামী দুইদিনে (২৯-৩০ নভেম্বর) গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আনসার ও ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করবেন। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিপত্তা বিভাগের পক্ষ থেকে ১০ হাজার আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করার জন্য জেলা ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

জানা গেছে, আগামী ২৯ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত রেলস্টেশন, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনগুরুত্বপূর্ণ স্থানে আইন-শৃঙ্খলা রক্ষার্থে মাঠে থাকবে আনসার-ভিডিপির সদস্যরা।

পুলিশ বাহিনীকে সহায়তার জন্য সারাদেশে অনধিক ১০ হাজার সাধারণ আনসার ও ভিডিপি’র সদস্য মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দিয়ে এ বিষয়ে সার্বিক সমন্বয় করার জন্য বলা হয়েছে। 

ওয়াইএ

Wordbridge School
Link copied!