• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
ঢাকা মহানগর

১৭৪টি মনোনয়নপত্র বিতরণ, জমা ৯টি


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৯, ২০২৩, ১১:৪৮ এএম
১৭৪টি মনোনয়নপত্র বিতরণ, জমা ৯টি

ঢাকা : দ্বাদশ সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার ঢাকার বিভাগীয় কমিশনারের অধীনে থাকা মহানগরীর ১৫টি আসনে এ পর্যন্ত মোট ১৭৪টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে; জমা পড়েছে ৯টি।

মঙ্গলবার (২৮ নভেম্বর) পর্যন্ত সংগ্রহ করা ওই ১৭৪টি মনোনয়নপত্রের মধ্যে নিবন্ধিত ২০টি দলের প্রার্থীদের নেওয়া ১২৪টি মনোনয়নপত্র রয়েছে। বাকি ৫০টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন স্বতন্ত্র প্রার্থীরা।

দ্বাদশ সংসদ নির্বাচন হবে ৭ জানুয়ারি। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ সময় রয়েছে ৩০ নভেম্বর পর্যন্ত। অর্থাৎ মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সুযোগ আছে আরো দুই দিন।

ঢাকা ১, ২, ৩, ১৯ ও ২০ আসনের রিটার্নিং অফিসারের দায়িত্বে আছেন ঢাকার জেলা প্রশাসক। আর ঢাকা ৪ থেকে ১৮ আসনের রিটার্নিং অফিসার হচ্ছেন ঢাকার বিভাগীয় কমিশনার।

বিভাগী কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ের তথ্য অনুযায়ী- দলীয় প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ, ন্যাশনালিস্ট পিপলস পার্টি-এনপিপি, জাকের পার্টি, বাংলাদেশ কংগ্রেস, জাতীয় পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, তৃণমূল বিএনপি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় পার্টি, গণতন্ত্রী পার্টি, গণফ্রন্ট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ তরীকত ফেডারেশন, বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বাংলাদেশ কল্যাণ পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, জাতীয় পার্টি-জেপি এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থীরা রয়েছেন।

ঢাকা মহানগরের আসনগুলোর মধ্যে (ঢাকা ৪-১৮) সবচেয়ে বেশি মনোনয়নপত্র বিতরণ হয়েছে ঢাকা-১৪ আসন থেকে। এ আসন থেকে মোট ২৬টি মনোনয়নপত্র বিতরণ হয়েছে।

এই ১৫ আসনে এ পর্যন্ত যে ৯ জনের মনোনয়নপত্র জমা পড়েছে, তারা হলেন: ঢাকা-৬ আসনে গণফ্রন্টের মো. আমিনুল ইসলাম সরকার, ঢাকা-৯ আসনে জাকের পার্টির মফিজউল্লাহ, ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগের জাহাঙ্গীর কবির নানক, ঢাকা-১৪ আসনে বিএনএফ এর এ ওয়াই এম কামরুল ইসলাম, ঢাকা-১৫ আসনে স্বতন্ত্র শামসুল আলম চৌধুরী, ঢাকা-১৬ আসনে আওয়ামী লীগের ইলিয়াছ আলী মোল্লাহ, ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের মোহাম্মদ আলী আরাফাত, বিএনএফ এর এসএম আবুল কালাম আজাদ এবং বিএসপির শাহ আলম।

কত দল অংশ নিচ্ছে এবার?

কয়টি দল এবার ভোটে অংশ নিচ্ছে এবং এখন পর্যন্ত কতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন সে বিষয়ে ৩০০ আসনের একীভূত তথ্য এখনও সরবরাহ করেনি ইসি সচিবালয়।

দেশে বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল ৪৪টি। এদের মধ্যে বিএনপি ও সমমনা বেশ কয়েকটি দল নির্বাচনে যাবে না বলে ঘোষণা দিয়েছে।

জানতে চাইলে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার দিন পার হলে সঠিক তথ্য দেওয়া সম্ভব হবে। কয়টি দল অংশ নিচ্ছে এবং দেশজুড়ে কত মনোনয়নপত্র জমা পড়ল সেই পূর্ণাঙ্গ তথ্য ১ ডিসেম্বর জানানো হবে।

ইতোমধ্যে অন্তত এক ডজন দল ইসিতে চিঠি দিয়ে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার সিদ্ধান্ত জানিয়েছে। দল মনোনীত প্রার্থী প্রত্যয়নকারী কে হবেন, সে বিষয়েও অবহিত করেছে।

কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ৩০ নভেম্বর চূড়ান্তভাবে জানাতে পারব কয়টি দল ভোটে অংশ নিচ্ছে এবার। ইসির কাছে জানানো দলগুলোর মধ্যে জাতীয় পার্টির মহাসচিব ও প্রধান পৃষ্ঠপোষকের চিঠি রয়েছে। সাধারণত দলের সভাপতি/সাধারণ সম্পাদকই মনোনয়নকারী হয়ে থাকেন। জাতীয় পার্টির দুপক্ষের আবেদনের বিষয়ে কমিশন সিদ্ধান্ত হলে জানাতে পারব।

এমটিআই

Wordbridge School
Link copied!