• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

বাংলাদেশকে আরও বোয়িং কেনার প্রস্তাব পিটার হাসের


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৬, ২০২৩, ১২:০২ পিএম
বাংলাদেশকে আরও বোয়িং কেনার প্রস্তাব পিটার হাসের

ঢাকা : বাংলাদেশকে আরও বোয়িং কেনার প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। তবে প্রস্তাবের বিষয়ে পিটার হাসকে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিমানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। বিমানের প্রধান কার্যালয় বলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এ প্রস্তাব দেন পিটার হাস।

জানা গেছে, পিটার হাসের প্রস্তাবটি প্রথমে মন্ত্রণালয়কে জানানো হবে। এরপর বিমানের বোর্ডে উপস্থাপন করা হতে পারে।

পূর্বনির্ধারিত এ বৈঠকে বিমানের চেয়ারম্যান মো. মোস্তফা কামাল উদ্দীন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শফিউল আজিমসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পিটার হাসের সঙ্গে ছিলেন বোয়িং প্রতিনিধিরা।

সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ড্রিমলাইনার বোয়িং ৭৮৭-৯ এবং ৭৮৭-১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব রয়েছে। সেটির অগ্রগতি নিয়ে আলোচনা ছাড়াও বিমানের বহরে থাকা বোয়িংয়ের বিক্রয়-পরবর্তী সেবা, যন্ত্রাংশ ও অন্য শর্তাবলির বিষয়ে বৈঠকে আলোচনা হয়।

বর্তমানে বিমানের বহরে থাকা ২১টি উড়োজাহাজের মধ্যে ১৬টি বোয়িং এবং বাকি ৫টি ড্যাশ-৮।

এমটিআই

Wordbridge School
Link copied!