• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১

প্রথম দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫৬ জন


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১০, ২০২৩, ০৮:১৮ পিএম
প্রথম দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫৬ জন

ফাইল ফটো

ঢাকা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়া প্রার্থীদের আপিল শুনানি শুরু হয়েছে। ৫ ডিসেম্বর আপিল শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৫৬১টি আবেদন পড়েছে। রোববার (১০ ডিসেম্বর) ১০০ প্রার্থীর আপিল শুনানি হওয়ার কথা ছিল। এর মধ্যে ছয়জন অনুপস্থিত থাকায় ৯৪ প্রার্থীর শুনানি হয়। এর মধ্যে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫৬ প্রার্থী।

রোববার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় আগারগাঁও নির্বাচন ভবনে এ আপিল শুনানি শুরু হয়। শুনানি শেষে রায় প্রকাশ করা হবে। রায়ে সন্তুষ্ট না হলে উচ্চ আদালতে যাওয়ারও সুযোগ রয়েছে।

এছাড়া ৩২ জন প্রার্থীর আপিল না মঞ্জুর করে ইসি। ছয় প্রার্থীর আদেশ পরে দেওয়া হবে বলে জানায় ইসি।

ওয়াইএ

Wordbridge School
Link copied!