• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পুলিশ কর্মকর্তাদের পদোন্নতিতে আপত্তি জানায়নি ইসি


নিজস্ব প্রতিবেদক  ডিসেম্বর ১১, ২০২৩, ০৪:৪২ পিএম
পুলিশ কর্মকর্তাদের পদোন্নতিতে আপত্তি জানায়নি ইসি

ঢাকা: পুলিশ কর্মকর্তাদের বদলি/পদায়নের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেওয়া পদক্ষেপে অনাপত্তি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১১ ডিসেম্বর) ইসি সচিবালয়ের উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে।

ইসি জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন ১৯ জন ‘পুলিশ পরিদর্শক’ থেকে ‘সহকারী পুলিশ সুপার’ পদে পদোন্নতির জন্য সুপারিশ করায় পদোন্নতির প্রজ্ঞাপন জারির পূর্বে প্রস্তাবিত কর্মস্থলে বদলি/পদায়নের লক্ষ্যে অনাপত্তি দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল।

উল্লিখিত ১৯ জন সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের প্রস্তাবিত কর্মস্থলে বদলি/পদায়নের বিষয়ে ইসি অনাপত্তি দিয়েছে।

এর আগে কয়েক দফায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলির ব্যাপারে সম্পতি দিয়েছে ইসি। যদিও ইসিই প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের বদলির জন্য চিঠি দিয়েছিল।

এমএস

Wordbridge School
Link copied!