ঢাকা : অবাঞ্ছিতরা যেন কোনো ভাবেই ভোটকেন্দ্রে প্রবেশ করতে না পারেন তা নিশ্চিত করবেন স্ব স্ব কেন্দ্রের প্রিসাইডিং অফিসাররা। এরফলে নাশকতার মত বড় কোন অঘটনের হাত থেকে রক্ষা পাওয়া যাবে। একইসাথে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও সুন্দর হবে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও সুন্দর রাখার উদ্দেশ্যে ভোটকেন্দ্রে অবাঞ্ছিত ব্যক্তিদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্দেশনা অনুযায়ী, ভোটের দিন সংশ্লিষ্ট ভোট কেন্দ্রের ভোটার, সংশ্লিষ্ট ভোটগ্রহণ কর্মকর্তা, প্রতিদ্বন্ধী প্রার্থী, তার নির্বাচনী এজেন্ট, পোলিং এজেন্ট, নির্বাচন কমিশনের বৈধ পরিচয়পত্রধারী ও সাংবাদিক, অসমর্থ ও অন্ধ ভোটারের সহায়তাকারী, নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসার কর্তৃক অনুমতিপ্রাপ্ত কর্মকর্তা বা ব্যক্তি কেন্দ্রে প্রবেশ করতে পারবেন।
এর বাইরে যারা থাকবেন, তারা অবাঞ্ছিত বলে গণ্য হবেন। এবং কোনো ভাবেই যেন তারা কেন্দ্রে প্রবেশ করতে না পারেন তা নিশ্চিত করবেন স্ব স্ব কেন্দ্রের প্রিসাইডিং অফিসাররা।
রোববার (১০ ডিসেম্বর) ইসির উপসচিব মো.আতিয়ার রহমান স্বাক্ষরিত ও জারীকৃত এ সংক্রান্ত পরিপত্র থেকে এসব তথ্য জানা যায়।
এমটিআই