• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নির্বাচন পর্যবেক্ষণে মাঠে মার্কিন দুই প্রতিষ্ঠান


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২৭, ২০২৩, ১১:১৩ এএম
নির্বাচন পর্যবেক্ষণে মাঠে মার্কিন দুই প্রতিষ্ঠান

ঢাকা : তারা আগামী ৭ জানুয়ারির ভোটের আগে এবং পরের সহিংসতা ও ত্রুটিগুলো গভীরভাবে মূল্যায়ন করবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে বাংলাদেশে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। তারা আগামী ৭ জানুয়ারির ভোটের আগে এবং পরের সহিংসতা ও ত্রুটিগুলো গভীরভাবে মূল্যায়ন করবে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিবিসি বাংলার এক প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া যায়।

আইআরআই-য়ের ওয়েবসাইটের বিজ্ঞপ্তির বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়, শনিবার বাংলাদেশে আসা আইআরআই ও এনডিআইর পাঁচ সদস্যের প্রতিনিধি দল ছয় থেকে আট সপ্তাহ অবস্থান করবে। অবস্থানকালে নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনের সময় ও নির্বাচন পরবর্তী সহিংস পরিস্থিতির ওপর নজর রাখবে এবং সেগুলোর মূল্যায়ন করবে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, এই পর্যবেক্ষক দল বিভিন্ন ধরনের নির্বাচনী সহিংসতার বিষয়ভিত্তিক বিশ্লেষণ করবেন। এরমধ্যে রয়েছে  নারী ও অন্যান্য প্রান্তিক গোষ্ঠীকে লক্ষ্য করে সহিংসতা, অভ্যন্তরীণ কোন্দলের কারণে সহিংসতা, আন্ত-দলীয় সহিংসতা, অনলাইনে হয়রানি ও হুমকি। এছাড়া ভবিষ্যৎ নির্বাচনে যাতে সহিংসতা কমানো হয়, সেটার গঠনমূলক সুপারিশসহ একটি প্রতিবেদন ওই কারিগরি দল দেবে।

এ বিষয়ে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথও জানান, বাংলাদেশের নির্বাচনের সকল বিষয় পর্যবেক্ষণ করবে এই দুটি প্রতিষ্ঠান। শুধু রাজনৈতিক সহিংসতা না, ভোটের আগে পরের সব পর্যবেক্ষণ তাদের প্রতিবেদনে থাকবে।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করতে বিভিন্ন দেশ থেকে পর্যবেক্ষক হিসেবে আবেদন করেছে ১৫৬ জন। নির্বাচন কমিশন জানায়, দ্বাদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করতে থাইল্যান্ড, নেপাল, ভারত, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, সুইডেন, ডাচ, ইরাক, ফিলিস্তিন, জর্জিয়া, উগান্ডা, নরওয়ে, বুলগেরিয়া, কঙ্গো থেকে আগামী সাতই জানুয়ারির ভোট পর্যবেক্ষণের আবেদন করেছে।

এর আগে নির্বাচনের চার মাস আগে ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল নির্বাচন কমিশনের সাথে বৈঠক করলেও তারা শেষ পর্যন্ত পর্যবেক্ষণ না করার ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্রের মতো তারাও ভোট পর্যবেক্ষণে ছোট একটি টেকনিক্যাল টিম পাঠাবে।

এমটিআই

Wordbridge School
Link copied!