• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
ইসি রাশেদা

ভোটারদের বাধা, হুমকি-ধমকি দিলেই শাস্তি


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২৮, ২০২৩, ০২:১৪ পিএম
ভোটারদের বাধা, হুমকি-ধমকি দিলেই শাস্তি

ঢাকা : নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ‘ভোটারদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাদের নিরাপত্তার জন্য আইন করা হয়েছে। যদি কেউ ভোটারদের বাধা দেয়, হুমকি ধমকি দেয়, পথে ঘাটে ঘরে বাইরে যেখানেই হোক, এজন্য শাস্তির বিধান করা হয়েছে।’

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে কুড়িগ্রাম জেলা প্রাশাসক ও রিটার্নিং কর্মকর্তার হলরুমে প্রিজাইডিং কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের সময় এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ভোটাররা নির্ভয়ে নি:সংকোচে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে পারবেন।’

তিনি আরও বলেন, নির্বাচন কঠিন কাজ। এটি সবার সমন্বয় ও সহযোগিতায় সফল করা উচিত। কারও একার পক্ষে এ কাজ করা সম্ভব নয়। যারা এই কাজের সঙ্গে জড়িত তাদেরকে সৎ, নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় আগামী ৭ জানুয়ারীর নির্বাচনে কুড়িগ্রাম জেলার ৪টি সংসদীয় আসনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনার একই হলরুমে ৪টি সংসদীয় আসনে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের সাথে মতবিনিময় করবেন।

এমটিআই

Wordbridge School
Link copied!