• ঢাকা
  • রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০

৭১ দিনে ৩০২ যানবাহনে আগুন: ফায়ার সার্ভিস


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৬, ২০২৪, ০৭:১৩ পিএম
৭১ দিনে ৩০২ যানবাহনে আগুন: ফায়ার সার্ভিস

ফাইল ফটো

ঢাকা:  সরকার পতনের এক দফা দাবি আদায়ে গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির ডাকা মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকেই অবরোধ ও হরতালের মতো কর্মসূচি দিচ্ছে দলটি। তবে গত ৭১ দিনে এ অবরোধ ও হরতাল কর্মসূচি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে শাসকদলকে যতটা না চাপে ফেলেছে তার চেয়েও চাপে আছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। বন্ধ হয়ে গেছে নিরাপদে চলাচল। এর পেছনের কারণ যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য যাত্রীবাহী বাসে আগুন দেয়ার একের পর এক ঘটনা।

ফায়ার সার্ভিস বলছে, গেল বছরের ২৮ অক্টোবর থেকে চলতি বছরের ৬ জানুয়ারি সন্ধ্যা পর্যন্ত মোট ৭১ দিনে সারাদেশে ৩০৩টি আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে ৩০২টি যানবাহন ও ২৩টি স্থাপনা পুড়ে যায়। এ ঘটনায় ৮ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এ সকল অগ্নিকাণ্ড নির্বাপণ করতে সারাদেশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৫৩৯টি ইউনিট ও ২ হাজার ৯৫৯ জন সদস্য কাজ করে।

পর্যালোচনায় দেখা যায়, যানবাহনের মধ্যে মোট বাস ১৭৬টি, ট্রাক ৪৯টি, কাভার্ড ভ্যান ২৫টি, মোটরসাইকেল ২১টি, পিকআপ ১০টি, ট্রেন ৫টি, সিএনজি ৩টি, প্রাইভেটকার ৩টি, মাইক্রোবাস ৩টি, লেগুনা ৩টি, নছিমন ১টি, ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়ি ১টি, পুলিশের গাড়ি ১টি, অ্যাম্বুলেন্স ১টি। অপরদিকে ২৩টি স্থাপনার মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান ৯টি, বিএনপি অফিস ৫টি, আওয়ামী লীগ অফিস ১টি, পুলিশ বক্স ১টি, কাউন্সিলর অফিস ১টি, বৌদ্ধ মন্দির ১টি, বিদ্যুৎ অফিস ২টি, বাস কাউন্টার ১টি, শোরুম ২টি রয়েছে।

পরিসংখ্যানে দেখা যায়, মোট ৭১ দিনের মধ্যে ৪৭ দিন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বাকি ২৪ দিন কোন অগ্নিকাণ্ড ঘটেনি। এর মধ্যে অক্টোবর মাসে ১ দিন, নভেম্বর মাসে ৩ দিন, ডিসেম্বর মাসে ১৭ দিন, জানুয়ারি মাসে ৩ দিন কোন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। তবে সবচেয়ে বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রাজধানীতে। এছাড়া দেশের ৪৩টি জেলায় আগুনের ঘটনা ঘটে।

পরিসংখ্যান অনুযায়ী, ঢাকায় ১৩৭টি, ঢাকা বিভাগে ৫৭টি, চট্টগ্রাম বিভাগে ৩৫টি, রাজশাহী বিভাগে ৩৮টি, বরিশাল বিভাগে ৯টি, রংপুর বিভাগে ১০টি, খুলনা বিভাগে ৫টি, ময়মনসিংহ বিভাগে ৬টি, সিলেট বিভাগে ৬টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এদিকে জেলা ভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, গাজীপুর জেলায় সবচেয়ে বেশি আগুনের ঘটনা ঘটেছে। গাজীপুরে ৩০টি, চট্টগ্রামে ১৮টি, বগুড়া ১৫টি, নারায়ণগঞ্জ ৭টি, সিরাজগঞ্জে ৬টি, নাটোর ৬টি বরিশাল ৫টি, মানিকগঞ্জ ৪টি, ফরিদপুর ৪টি, লালমনিরহাট ৪টি করে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। এর মধ্যে সবচেয়ে বেশি গাজীপুর সদর উপজেলায় আগুনের ঘটনা সবচেয়ে বেশি ঘটে।

ওয়াইএ

Wordbridge School
Link copied!