• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

যে ২১ কেন্দ্রে ভোট স্থগিত


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৭, ২০২৪, ১০:৪১ পিএম
যে ২১ কেন্দ্রে ভোট স্থগিত

ঢাকা: দিনভর নানান অনিয়ম ও সহিংসতার অভিযোগে সারাদেশের ৯ আসনের ২১টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (০৭ জানুয়ারি) সন্ধ্যায় ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।

ভোট স্থগিত হওয়া কেন্দ্রগুলো হলো-

সুনামগঞ্জ-২: মিরাপুর প্রাথমিক বিদ্যালয় (৭নং কেন্দ্র), নোয়াগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় (৫৬নং কেন্দ্র), শুকুরনগর প্রাথমিক বিদ্যালয় (৭০নং কেন্দ্র)।

কক্সবাজার-১: চরনদীপ ভূমিহীন প্রাইমারি স্কুল (২৫নং কেন্দ্র), দক্ষিণ ফুল ছুড়ি প্রাথমিক বিদ্যালয় (৭৪নং কেন্দ্র), মরংগুনা অসুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৮০নং কেন্দ্র)।

জামালপুর-৫: জাগির মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৭০নং কেন্দ্র)।

নরসিংদি-৪: ইব্রাহীমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৩৪নং কেন্দ্র)।

নরসিংদী-৩: দুলালপুর সিনিয়র ফাজিল ডিগ্রি মাদরাসা (৫নং কেন্দ্র), ভিটিচিনাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় (৮নং কেন্দ্র)।

টাঙ্গাইল-২: কাহেতা সরকারি প্রাথমিক স্কুল (১৬নং কেন্দ্র)।

কুমিল্লা-৩: ৭৬নং গুর্গারাম (ডি.আর) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় (৭৬নং কেন্দ্র), ধনিরামপুর ডিডিএসওয়াই উচ্চ বিদ্যালয় (৮১নং কেন্দ্র)

কুমিল্লা-৪: সূর্য্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৮৪নং কেন্দ্র)। 

কুমিল্লা-১১: ২৮নং কেন্দ্র। বগৈর সরকারি প্রাথমিক বিদ্যালয় (২৮নং কেন্দ্র), গোবিন্দপুর সামছুল হুদা দাখিল মাদরাসা (৩৫নং কেন্দ্র), ধনিজকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় (৩৮ নং কেন্দ্র),আমানগন্ডা আদর্শ উচ্চ বিদ্যালয় (৪৯নং কেন্দ্র), হিংগুলা হাছানিয়া উচ্চ বিদ্যালয় -১ (৭৪নং কেন্দ্র), হিংগুলা হাছানিয়া উচ্চ বিদ্যালয়-২ (৭৫নং কেন্দ্র), বাতিসা মাধ্যমিক বালিকা বিদ্যালয়-১ (৮৩নং কেন্দ্র)।

প্রসঙ্গত, নির্বাচন কমিশনে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে ২৮টি দল এবারের সংসদ নির্বাচনে অংশ নিয়েছে। তবে দেশের বড় রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও এ নির্বাচন বয়কট করেছে বিএনপি। দলটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ একাধিক দাবিতে নির্বাচনে অংশ নেয়নি। 

এছাড়া নির্বাচনে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, কৃষক শ্রমিক জনতা লীগ, গণ ফোরাম, গণফ্রন্ট, জাকের পার্টি, জাতীয় পার্টি, জাতীয় পার্টি-জেপি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, তৃণমূল বিএনপি, ন্যাশনাল পিপলস পাটি, বিকল্প ধারা বাংলাদেশ, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ সুপ্রিম পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশের ওয়ার্কার্স পাটি, বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল) ও গণতন্ত্রী পার্টি প্রার্থীর নির্বাচনে অংশ নিয়েছে।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

এমএস

Wordbridge School
Link copied!