• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

এমপি হলেন ১২ চিকিৎসক


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৮, ২০২৪, ০৫:১৩ পিএম
এমপি হলেন ১২ চিকিৎসক

ঢাকা : দ্বাদশ জাতীয় নির্বাচনে ৩০০ আসনের মধ্যে দুটি আসনের ভোটগ্রহণ স্থগিত হয়েছে। ফলে ২৯৮টি আসনের মধ্যে সর্বোচ্চ সংখ্যাক ২২২টি আসন লাভ করছে বাংলাদেশ আওয়ামী লীগ। এ ছাড়া জাতীয় পার্টি ১১টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ১টি, বাংলাদেশ কল্যাণ পার্টি ১টি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ১টি এবং স্বতন্ত্র পদে মোট ৬২ টি আসনে জয়লাভ করেছেন প্রার্থীরা।

রোববার (৭ জানুয়ারী) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। এরপর সোমবার মধ্যরাতে একে একে নির্বাচিত সংসদ সদস্যদের তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।

এবারের  নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সর্বমোট ১২ জন চিকিৎসক। তাদের মধ্যে ১১ জনই জয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে। বাকি ১ জন জিতেছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।

সংসদ সদস্য হিসেবে নির্বাচিত চিকিৎসকরা হলেন-

১. চাঁদপুর-৩ আসনে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি (আওয়ামী লীগ)। 

২. সিরাজগঞ্জ-৩ আসনে অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ (আওয়ামী লীগ)। 

৩. নরসিংদী-২ আসনে ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ (আওয়ামী লীগ)। 

৪. কিশোরগঞ্জ-১ আসনে ডা. সৈয়দা জাকিয়া নূর (লিপি) (আওয়ামী লীগ)। 

৫. সাতক্ষীরা-৩ আসনে অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক (আওয়ামী লীগ)। 

৬. কুমিল্লা-৭ আসনে অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত (আওয়ামী লীগ)।

৭. বগুড়া-৭ আসনে ডা. মোস্তফা আলম নান্নু (আওয়ামী লীগ)। 

৮. যশোর-২ আসনে ডা. মো. তৌহিদুজ্জামান তুহিন (আওয়ামী লীগ)। 

৯. নাটোর-৪ আসনে ডা. মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী (আওয়ামী লীগ)। 

১০. চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল (আওয়ামী লীগ)। 

১১. মেহেরপুর-২ আসনে ডা. আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক (আওয়ামী লীগ)।

১২. কুড়িগ্রাম-২ আসনে ডা. হামিদুল হক খন্দকার (স্বতন্ত্র)। 

এমএএইচ

Wordbridge School
Link copied!