• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

প্রথম কর্মদিবসে সরব মন্ত্রী-প্রতিমন্ত্রীরা, দিনভর মুখর সচিবালয়


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৪, ২০২৪, ০৯:৫৪ পিএম
প্রথম কর্মদিবসে সরব মন্ত্রী-প্রতিমন্ত্রীরা, দিনভর মুখর সচিবালয়

ঢাকা: টানা চতুর্থবারের মতো নির্বাচনে জিতে সরকার গঠন করেছে আওয়ামী লীগ। ইতোমধ্যে প্রধানমন্ত্রীসহ ৩৭ সদস্যের মন্ত্রিসভা শপথের মধ্য দিয়ে যাত্রা শুরু হয়েছে নতুন সরকারের। মন্ত্রিসভায় দায়িত্ব পাওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীদের প্রথম কর্মদিবস ছিল রোববার (১৪ জানুয়ারি)। এদিন তারা সচিবালয়ে প্রথম অফিস করেন। এতে দিনভর মুখর ছিল প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়।

রোববার দিনভর পুরো সচিবালয় ছিল ব্যস্ততায় কর্মচঞ্চল। একটা উৎসবের মেজাজ ছিল প্রশাসনের প্রাণকেন্দ্রে। নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বিভিন্ন মন্ত্রণালয়ে তাদের দফতরে এলে কর্মকর্তা-কর্মচারীরা তাদের নিজ নিজ মন্ত্রীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। চলে পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠান। সেখানে প্রতিটি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দফতর, বিভাগ ও সংস্থার প্রধানরাও নিজ নিজ দফতরের মন্ত্রীদের অভিনন্দন জানান।

মতবিনিময় সভায় নবনিযুক্ত মন্ত্রী, প্রতিমন্ত্রীরা নিজ নিজ কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণায়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি মন্ত্রণালয় একশ’ দিনের কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে।

নতুন মন্ত্রিসভার প্রথম কর্মদিবসে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শুভানুধ্যায়ীরাও ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানিয়েছেন। নবনিযুক্ত মন্ত্রীদের দেওয়া ফুলের তোড়া সরাতে কর্তব্যরত কর্মচারীদের হিমশিম খেতে হয়।

সচিবালয় বিটের কর্তব্যরত সাংবাদিকদের সবচেয়ে ব্যস্ততম দিন কেটেছে রোববার। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের অনুভূতি ও তাদের কর্মপরিকল্পনা সম্পর্কে তাদের কাছে জানতে চাওয়া হয়। তারা তাদের কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন। সাংবাদিকরা বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রীদের সঙ্গে কর্মকর্তা কর্মচারীদের মতবিনিময় সভাও কভার করেন।

এদিন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন, বন ও পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, বিমান ও পর্যটন মন্ত্রী ফারুক খান, রেলমন্ত্রী জিল্লুল হাকিম, কৃষিমন্ত্রী আব্দুস শহীদ, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরী, যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন, শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটো, নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি প্রমুখ।

গত ৭ জানুয়ারির নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরে আওয়ামী লীগ। ১১ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেন প্রধানমন্ত্রীসহ নতুন ২৫ মন্ত্রী এবং ১১ প্রতিমন্ত্রী। এরপর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রণালয় বণ্টনের প্রজ্ঞাপন জারি করা হয়। এবার প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার আকার দাঁড়িয়েছে ৩৭ জনে।

এমএস 

Wordbridge School
Link copied!