• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৫, ২০২৪, ০১:৫৫ পিএম
শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সোমবার সকালে ঢাকা সেনানিবাসে গিয়ে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা : টানা চতুর্থবার সরকার গঠনের পর শিখা অনির্বাণে ফুল দিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাসস জানায়, সোমবার (১৫ জানুয়ারি) সকালে ঢাকা সেনানিবাসে গিয়ে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানান সরকারপ্রধান। এরপর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।

তিন বাহিনীর একটি চৌকস দল এ সময় প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয়। বিউগলে বাজানো হয় করুণ সুর। পরে শিখা অনির্বাণ চত্বরে রাখা পরিদর্শন বইয়ে সই করেন প্রধানমন্ত্রী।

এর আগে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসে পৌঁছালে তিন বাহিনী প্রধান তাকে স্বাগত জানান।

শ্রদ্ধা জানানোর পর শেখ হাসিনা সশস্ত্র বাহিনী বিভাগে যান এবং সেখানে নিরাপত্তা উপদেষ্টা এবং তিন বাহিনীর প্রধান তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

দ্বাদশ সংসদ নির্বাচনে জয়ী হয়ে টানা চতুর্থবারের মত সরকার গঠনের পর গত বৃহস্পতিবার শপথ নিয়েছে শেখ হাসিনার নতুন মন্ত্রিসভা। প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগ প্রধানমন্ত্রীর হাতেই রয়েছে।

এমটিআই

Wordbridge School
Link copied!