ঢাকা : গেল বছর দেশে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯০২ জন মারা গেছেন বলে জানিয়েছিল বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
তবে সরকারি সংস্থা বিআরটিএর হিসাব বলছে, সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫ হাজার ২৪ জন।
সড়ক দুর্ঘটনার জন্য মোটরসাইকেলকে দায়ি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়কে দুর্ঘটনা কমিয়ে আনতে ইজিবাইক, নসিমন, করিমনের পাশাপাশি মোটরসাইকেল নিয়ন্ত্রণে নীতিমালা তৈরির কাজ চলছে।
সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের দেশের দুর্ঘটনার ক্ষেত্রে একটা জিনিস উপেক্ষা করতে পারি না, এখানে যেভাবে তিন চাকার গাড়িগুলো চলছে। ইজিবাইকসহ কিছু গাড়িতে বেশিরভাগ দুর্ঘটনা ঘটছে। ইদানিং মোটরসাইকেল দুর্ঘটনার জন্য বেশি দায়ী। সড়ক বিভাগে মিটিং করতে গিয়ে এ বিষয়টা অনুধাবন করেছি। মোটরসাইকেল ও ইজিবাইকের বিষয়ে একটা নীতিমালা করার জন্য সচিবকে নির্দেশ দিয়েছি। আগের টার্মে কিছু কাজ করা ছিলো। যত দ্রুত সম্ভব এ কাজ সম্পন্ন করতে আমি নির্দেশ দিয়েছি। আশা করি এ ব্যাপারে একটা সুরাহা করতে পারব।’
তিনি আরও বলেন, ‘মোটরসাইকেলগুলো যেভাবে রাস্তায় চলাচল করে তার উপর কারও হাত নেই। ঢাকার শহরে কিছু শৃঙ্খলা আমরা ফিরিয়ে এনেছি। যেমন চালক ও আরোহীর মাথায় হেলমেট থাকবে। ঢাকায় ৯৫ ভাগ সফলতা আমরা পাচ্ছি। নীতিমালা করে সেটি কার্যকর করতে পারলে ভালো হবে।’
এমটিআই